en

সমাজে কীভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়?

উত্তর(১):- ১) গ্রামের নিরক্ষর লোকদের অবসর সময়ে বা সন্ধ্যা বেলায় পড়াশোনার ব্যবস্থা করা।
২) নৈশকালীন গণশিক্ষা চালু করা।
৩) অক্ষর জ্ঞানের বিষয়ে সবাইকে সচেতন করে।

উত্তর(২):- সমাজে স্বাক্ষরতার হার বাড়াতে হলে প্রথমেই নারী শিক্ষার দিকে দৃষ্টিপাত করতে হবে। বাল্য বিবাহ রোধ করে আইন পাশ এবং আইনের যথাপুযুক্ত প্রয়োগ করতে হবে। শিশুশ্রম নিষিদ্ধ করে আইন পাশ করতে হবে এবং সবার জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে।

উত্তর(৩):- ১ স্বাক্ষরতার উপকারিতা সম্পর্কে জনগনকে বুঝানো
২ হাতে কলমে নিরক্ষর ব্যাক্তিদের শিক্ষা দেয়া
৩ বিভিন্ন বিঞ্জাপন দিয়ে জনসচেতেনতা সৃষ্টি করা

উত্তর(৪):- সাক্ষরতার হার বাড়ানোর জন্য বয়স্কশিক্ষা স্কুল,নাইট স্কুল প্রতিষ্ঠা করা প্রয়োজন। নিরক্ষর মানুষকে শিক্ষার গুরুত্ব সম্পরকে সচেতন করে তুলতে হবে।

আরও জানুন:-

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো